কিভাবে লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে হবে [ডিফেন্সের পরে]

প্রিয় শিক্ষার্থীরা,
আশাকরি সবাই ভালো আছ।
 
লাইব্রেরি ক্লিয়ারেন্স নেওয়ার সময় কিছু মাইনর ভুল হচ্ছে অনেকের তাই সবার জন্য আমরা আরেকবার প্রেসেসটি বলে দিচ্ছি।
 
১। এপ্রোভাল এবং ডিক্লারেশন পেইজ তোমার সুপারভাইজার থেকে সংগ্রহ করতে হবে।
২। মুল রিপোর্টে যেখানে এপ্রোভাল এবং ডিক্লারেশন পেইজ আছে ওখানে সুপারভাইজার থেকে সংগৃহীত  এপ্রোভাল এবং ডিক্লারেশন পেইজ দিয়ে প্রতিস্থাপন করতে হবে।
৩। রিপোর্টের শেষে সুপারভাইজার থেকে সংগৃহীত প্লাগারিজম রিপোর্ট সংযুক্ত করতে হবে।
৪। এবার রিপোর্টের পিডিএফ ফাইলে বানাতে হবে।
৫। লাইব্রেরিতে ই মেইল  [projectreport@diu.edu.bdকরতে হবে লাইব্রেরি ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। মেইলে অবশ্যই সুপারভাইজারকে সিসি রাখতে হবে। অন্যথায় ক্লিয়ারেন্স নাও আসতে পারে।
৬। মেইলের সাব্জেক্টে অবশ্যই বলতে হবে যে তুমি ক্লিয়ারেন্স চাচ্ছ। রিপোর্ট চেক করার জন্য নয়। আমরা আশা করতেই পারি তোমরা সঠিক উপায়ে মেইল করতে পারো।
৭। লাইব্রেরি থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেলে, ক্লিয়ারেন্স কপির পিডিএফ কপি এবং রিপোর্টের কপি আমাদের আগে পাঠানো লিঙ্কে [https://forms.gle/kJXBuRZ6JEm7VStJ7]  গিয়ে জমা দিতে হবে।
৮। রিপোর্ট এবং ক্লিয়ারেন্স না পাওয়া গেলে রেজাল্ট প্রেসেস হবে না।
 
আমরা আশা করবো এই মেইলের পরে সবার কাছে কিভাবে লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে হবে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোন সমস্যা সামনে আসে তাহলে তোমাদের সুপারভাইজারের সাথে কথা বলে সমাধান করে নেবে। 
 
সবাইকে অনেক ধন্যবাদ।
 

--

Regards,
Project and Internship Committee (Main Campus)
Department of Computer Science and Engineering
Faculty of Science and Information Technology
Daffodil International University